ভাটির পুরুষ


ভাটির পুরুষ
পরিচালনা : শাকুর মজিদ

বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম-এর জীবন ও সঙ্গীত নির্ভর প্রামান্য চলচ্চিত্র।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ভাটি এলাকা দিবই থানার উজানধল গ্রামে প্রায় একশ বছর আগে আব্দুল করিম নামের এক শিশুর জন্ম হয়েছিল। দারিদ্রের কারণে এ শিশুটি কখনো স্কুলে যায়নি। কিন্তু ভাটি এলাকার পানি, নৌকা, মানুষ ও তার প্রকৃতি, এসব থেকে শিক্ষা গ্রহণ করে সে পরিণত হয়েছে একজন জীবন্ত-কিংবদন্তি-বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিমে। এ পর্যন্ত রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার 'একুশে পদক' সহ শতাধিক পুরস্কারে তিনি ভূষিত। তাঁর জীবন ও কর্ম নিয়ে ২০০৩ সাল থেকে শুরু করে প্রায় ৬ বছর সময় নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র 'ভাটির পুরুষ'।




Download File From


0 comments:

Post a Comment

 
;